পীরগঞ্জে ২টি ইউনিয়ন নির্বাচনে ১২০ প্রার্থী 174 0
পীরগঞ্জে ২টি ইউনিয়ন নির্বাচনে ১২০ প্রার্থী
মোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর) থেকে:
পীরগঞ্জের দুটি ইউনিয়নে নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন পদে ১’শ ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা ওই মনোনয়নপত্র জমা দেন।
জানা গেছে,আগামী ৩১ জানুয়ারী ৬ষ্ঠ ধাপে পীরগঞ্জের বড় আলমপুর ও মিঠিপুর ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বড় আলমপুর ইউনিয়নে দলীয় ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। অপরদিকে মিঠিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন এবং সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক বলেন, আগামী ৩১ জানুয়ারী উপজেলার বড়আলমপুর ও মিঠিপুর ইউনিয়নে ইউপি নির্বাচন হবে। এ উপলক্ষ্যে আমরা নির্বাচনী নিরাপত্তায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।